খেলাধুলা

স্কালোনির সঙ্গে আবার চুক্তিতে যাচ্ছে আর্জেন্টিনা

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২২ , ৮:৩৯:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আর্জেন্টিনার পোজাতো শহর থেকে উঠে আসা স্কালোনি কোচের দায়িত্ব নেন ২০১৮ সালে। আর্জেন্টিনা দলের সঙ্গে বিশ্বকাপজয়ী কোচের চুক্তি শেষ হবে এ বছরের শেষে। তবে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, শিগগিরই স্কালোনির সঙ্গে চুক্তি নবায়ন হতে যাচ্ছে। এবারের চুক্তিটা হবে দীর্ঘ মেয়াদি। স্কালোনির নতুন চুক্তি নিয়ে তাপিয়া বলেন, ‘স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ। আমাদের দুজনের জন্য মুখের কথা মূল্যবান। সে কথাতেই আমরা একমত হয়েছি। সে এখন তার এক সন্তানের পাসপোর্টুসংক্রান্ত কাজে স্পেন গেছে।

যখন সে ফিরবে, আমরা একসঙ্গে বসে কথা বলব, যেমনটা আমরা গতকাল পর্যন্তও বলেছিলাম।’ স্কালোনিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া যে সহজ ব্যাপার ছিল না, তা মনে করিয়ে দিয়ে তাপিয়া বলেন, ‘২০১৯ কোপা আমেরিকার সময় মেনোত্তি আমাকে বলেছিল, বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তাকে রেখে দিতে। আমরা সেটাই করেছি। তবে আমরা যখন তাকে নিয়োগ দিই, ৯৯ শতাংশ মানুষ ভেবেছিল, এটা ভুল সিদ্ধান্ত কিংবা আমরা পাগলামি করছি। আর এ নিয়োগই তিনটি ট্রফিসহ মানুষের মধ্যে আনন্দ ফিরিয়ে এনেছে।’ এ সময় কোচিং স্টাফের প্রশংসার পাশাপাশি অধিনায়ক লিওনেল মেসির কথাও বিশেষভাবে স্মরণ করে তাপিয়া বলেন, ‘আর্জেন্টিনা দলে বিশ্বের সেরা কোচিং স্টাফ আছে। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড় আছে, যার সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছিল। কখনো কখনো অন্যদের ক্ষুদ্রতা আমাদের চিনতে দেয় না, আমাদের কী আছে এবং কেন আছে। আমাদের প্রাপ্তির বড় একটি অংশ এসেছে অধিনায়কের কারণেই।

আরও খবর

Sponsered content

Powered by