দেশজুড়ে

স্বরূপকাঠিতে প্রথম করোনা রোগী শনাক্ত, জেলায় মোট আক্রান্ত ২৮ জন

  প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৪:৩২:০১ প্রিন্ট সংস্করণ

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে  মো. কাঞ্চন (৩৩) নামে এক ট্রাক ড্রাইভার প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা শেষে তার দেহে কোভিড ১৯ পজেটিভ পাওয়া যায় সে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামের (আলকিরহাট) দুলাল মিয়ার ছেলে স্থানীয় প্রশাসন  ওইদিন রাতেই আক্রান্তের বাড়িসহ দুটি বাড়ি লকডাউন ঘোষনা করেছে

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফিরোজ কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন কাঞ্চন নিজে বুধবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে চলে আসে বৃহস্পতিবার রাতে ওই হাসপাতাল থেকে তার কোভিড ১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া যায় রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য বরিশাল শেবাচিমে পাঠানোর প্রস্তুতি চলছে

ডা. ফিরোজ আরো জানান করোনা আক্রান্ত ওই ব্যাক্তির সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। স্থানীয় সুত্রে জানা যায়, কাঞ্চন আগে অত্র এলাকায় মোটরসাইকেল চালাত বর্তমানে সে যশোরে ট্রাক চালায় সেখানে থেকেই সে করোনায় আক্রান্ত হয়েছে

এদিকে উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হওয়া জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে। পিরোজপুর সিভিল সার্জন কর্তৃক পাওয়া তথ্য অনুযায়ী পর্যন্ত জেলায় করোনা আক্তান্ত রোগীর সংখ্যা ২৮ জন

আরও খবর

Sponsered content

Powered by