দেশজুড়ে

১৪শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ৭ম চাটখিলের সালেহা

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৪ , ৪:১০:৩৬ প্রিন্ট সংস্করণ

১৪শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ৭ম চাটখিলের সালেহা

১৪শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে টপ-টেন সেভেন (৭ম স্থান) অর্জন করেছে চাটখিলের সালেহা বেগম। সালেহা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার স্বপ্ন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা। এ বিষয়ে ইতোমধ্যে সে কাজ শুরু করেছে।

সালেহা বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, ১৪শ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে ২১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারমধ্যে সেরা জনকে পুরস্কার প্রদান করা হয়। এতে সালেহা ৭ম স্থান অর্জন করে পুরস্কারে ভূষিত হয়। সালেহা ২০১৬ সালে চাটখিল উপজেলার কড়িহাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ অর্জন করে।

পরবর্তীতে চাটখিল মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে সফলতার সাতে উত্তীর্ণ হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এক প্রশ্নের জবাবে সালেহা জানায়, তার স্বপ্ন গবেষক হওয়া। এজন্য সে উন্নত কোনো দেশে গিয়ে পিএইচডি করতে চায়।

আরও খবর

Sponsered content

Powered by