আন্তর্জাতিক

৯ মিনিট করোনা আলো জ্বালানোর আহবান জানালেন নরেন্দ্র মোদি

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ৮:৪২:১৩ প্রিন্ট সংস্করণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা সংকটের “অন্ধকার ও অনিশ্চয়তা” দূরীভূত করতে রোববার রাতে ৯ মিনিট মোমবাতি ও মোবাইলের আলো জ্বালাতে ভারতীয়দের প্রতি আহবান জানিয়েছেন।
ভারতে করোনাভাইরাসে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ জন এবং আক্রান্তের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশের ১৩০ কোটি লোকের মধ্যে সামান্য লোকেরই টেস্ট করা হচ্ছে।
গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন চলছে, লাখ লাখ শ্রমিক তাৎক্ষণিকভাবে কর্মহীন হয়ে পড়েছে এবং হাজার হাজার লোক তাদের নিজ গ্রামে ফেরার চেষ্টা করছে।
শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “বন্ধুগণ করোনাভাইরাসের মাধ্যমে যে অন্ধকার ছড়িয়েছে, এর মধ্যেও আমরা অবশ্যই অব্যাহতভাবে অগ্রগতির আলো ও আশা জাগিয়ে রাখবো।”
“চারদিকে আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে আমরা অবশ্যই সংকটের গাঢ় অন্ধকার দুরীভূত করবো।”
মোদি রোববার রাত ৯টায় সকল আলো নিভিয়ে তাদের দরোজার সামনে কিংবা বেলকনিতে ৯ মিনিট মোমবাতি বা সেলফোনের লাইটের আলো জ্বালানোর আহবান জানান।

আরও খবর

Sponsered content

Powered by