খেলাধুলা

শুভ জন্মদিন কাপ্তান

  প্রতিনিধি ১০ এপ্রিল ২০২০ , ৬:৫৬:৫২ প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ বাছাই পর্বের  বাংলাদেশ – ভারত ম্যাচ চলছে। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। ম্যাচের ৪২ মিমিট,  ডি বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার মাপা সেট পিচে সাদ উদ্দীনের হেড এবং গোল। লাল সবুজের উল্লাসে স্তব্ধ পুরো স্টেডিয়াম। জামালের যাদুর ছোঁয়ায়  বাকরুদ্ধ সত্তর হাজার দর্শকের যুবভারতী স্টেডিয়াম।  এর আগে বিশ্বকাপের বাছাই পর্বের কাতারের সাথে ম্যাচেও জামাল ঝলক। মাশুক মিয়া জনির বারানো বলে ডান পায়ের কোনাকুনি শট, কাতারের গোলরক্ষককে দর্শক বানিয়ে বল পাঠিয়ে দেন জালে । গ্যালারিতে বাংলাদেশ, বাংলাদেশ গগনবিদারী চিৎকার।ডেনামার্কের কোপেনহেগেন থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কিংবা কলকাতার সল্টলেক থেকে  মাস্কটের সুলতান কাবুজ স্টেডিয়াম কখন ও নিজে গোল করেছেন কখন ও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। তিনি দেশের ফুটবল প্রাণশক্তি। বদলে যাওয়া দেশের ফুটবলের নেপথ্যের নায়ক।  জীবনের ২৮ টি বসন্ত পার করে ২৯ এ পা দিলেন দেশের ফুটবলের এই পোস্টার বয়। মহামারী করোনা কাটিয়ে উঠে  মাঠের ফুটবলে আবারো নিজেকে উজার করে দিবেন, আমাদের উল্লাসে ভাসাবেন ,  লাল সবুজকে আগলে রাখবেন আপনার জন্য দোয়া আর শুভাকামনা। 

 আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। 
শুভ জন্মদিন কাপ্তান

আরও খবর

Sponsered content

Powered by