প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৫১:১১ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া বাকা নদীর ভাঙনে তীব্র আকার ধারন করেছে, সা¤প্রতিক নদীর ভাঙনে কাঠালিয়ার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামের ইউপি সদস্যের বাড়িসহ শতাধিক ঘর-বাড়ি বাকা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে । এলাকার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সাধারণ মানুষ মঙ্গলবার (২৭ অক্টোবর )বাকা নদীর তীরে মানববন্ধন করেন।
এসময় আমুয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফরিদ সিকদার জনান আমাদের লেবুবুনিয়া খালের গোরা হইতে গহুর সিকদারের কল বাড়ি পর্যন্ত শতাধিক ঘর-বাড়ি, মসজিদ, স্কুল, কবর স্থান-সমাধী সহ আরো অনেক কিছু নদীর গর্ভে বিলীন হয়ে গেছে । এলাকাবাসী আরো জানান নদী ভাঙ্গনের ফলে আমাদের গ্রামের বেশিরভাগ লোকজন অসহায় হয়ে পরে, এখন আমাদের জমি ক্রয় করে ঘর-বাড়ি তৈরী করে বসবাস করা তো দ‚রের কথা, ঠিক ভাবে দু-বেলা খেতেও পারছিনা! এবিষয়টি নিয়ে আমরা স্থানীয় জনপ্রতিনিধির কাছে জানালেও আজও পর্যন্ত কোন সু-ব্যবস্থা মেলেনি। তাই আমরা মাননীয় প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি এবং ভেড়িবাধঁসহ আর্থিক সহযোগীতা কামনা করছি। ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদার জনান, ঐ এলাকার ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করা হবে ও তাদের সহযোগীতা করা হবে।