রংপুর

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন রংপুর বিভাগীয় কমিশনার

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৪২:১৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় তিনি পৌরসভা পরিদর্শন করেন। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার অফিসকক্ষে তিনি পৌরসভার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী মো. সোহেল, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আতাউর রহমান, নাজিরা আক্তার স্বপ্না, পারুল বেগম, জাহাঙ্গীর হোসেন, জামান বাবু প্রমুখ। এর আগে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শালডাঙ্গা বামুনিয়া গ্রামে সাম্যবাদী আন্দোলনের নেতা রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডের শহিদ কমরেড কম্পরাম সিং স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন।

আরও খবর

Sponsered content