খেলাধুলা

আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

  প্রতিনিধি ৩০ আগস্ট ২০২২ , ২:৫৯:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই দুর্বল বাংলাদেশ। বিশেষ করে মেগা ইভেন্টগুলোতে। অন্যদিকে আফগানিস্তান সবসময়ই টি-টোয়েন্টিতে বাজির ঘোড়া। এশিয়া কাপে ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মঙ্গলবার মুখোমুখি হবে দু’দল। ঐতিহাসিক শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি গড়াবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে হেরেছে। অন্যদিকে এ মাসের শুরুতে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে আফগানরা সিরিজ হারলেও এশিয়া কাপে এসেই দাপট দেখিয়েছে। শ্রীলংকার বিপক্ষে বড় জয় তুলে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে তারা।

লংকান ম্যাচে ফিল্ডিংয়ের সময় অধিনায়ক মোহাম্মদ নবী নতুন বলে ফাজলহক ফারুকী ও নাভীন-উল-হককে দারুণভাবে ব্যবহার করেছেন। ফলে দ্বিতীয় ওভারের মধ্যেই ৫ রানে তিন উইকেট হারায় শ্রীলংকা। এরপর স্পিনাররাও ধ্বংসযজ্ঞ চালায়। পরে ব্যাটিংয়ে তাদের ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ দুর্দান্ত শুরু এনে দেন। মাঝে কিছু উইকেট পড়লেও জয় পেতে কোনো সমস্যা হয়নি।

 

 

এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক ও আগ্রাসী মনোভাব দুইয়েরই বড়ই অভাব রয়েছে। কেননা এই টুর্নামেন্টের আগে তারা হারের মধ্যে থেকে এসেছে। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটার ছিলেন না। এছাড়া এই আসরে দলে মোহাম্মদ সাইফউদ্দিন থাকায় বাড়তি শক্তি পাবে বাংলাদেশ।

সাব্বির রহমান ও মোহাম্মদ নাঈমও এই দলে রয়েছেন। তবে তারা মূলত লিটন দাস ও নুরুল হাসান সোহানের ইনজুরির কারণেই দলে সুযোগ পেয়েছেন। সাব্বির বাংলাদেশ টাইগার্সের সঙ্গে অনুশীলন করে এসেছেন। আর নাঈম ওয়েস্ট ইন্ডিজের ‘এ’ দলের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

বাংলাদেশ নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। অন্যদিকে আফগানরা ৩ জয়ের বিপরীতে হেরেছে একটিতে।

এ ম্যাচে আফগানিস্তান দলে অবশ্যই পেসার ফারুকীর দিকে নজর থাকবে। কেননা লংকানদের বিপক্ষে জয়ে তার অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। তিনি ১১ রানে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষে টপঅর্ডার ভেঙে দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে চট্টগ্রাম ও ঢাকায় নিজের সেরাটা দেখিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ দলে প্রধান ভরসা অধিনায়ক সাকিব আল হাসান। তিন বছর পর তিনি এই ফরম্যাটে নেতৃত্বে ফিরেছেন। সমর্থকরা ভালো করেই জানেন, চাপের মধ্যেই সাকিব নিজের সেরাটা দেন। তার ৪ ওভার বোলিং বাংলাদেশকে নিঃসন্দেহে এগিয়ে রাখবে। এছাড়া এই বাঁহাতির ফ্রি স্ট্রোক টপঅর্ডারে বাড়তি শক্তির যোগান দেবে।

আফগানিস্তান এ ম্যাচে একাদশ অপরিবর্তিত রাখতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজের পর বাংলাদেশ নিজেদের একাদশে সাকিব, মুশফিক ও সাইউদ্দিনকে রাখবে তা বলাই যায়।

শারজাহর মাঠ কিছুটা ছোট হলেও এখানে ব্যাটিং গড় ১৪৩ এর মতো। এছাড়া খেলা স্থানীয় সময় সন্ধ্যায় শুরু হলেও আবহাওয়া গরমই থাকবে।

এ ম্যাচে সাকিব বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০তম টি-টোয়েন্টি খেলবেন। তার আগে মাহমুদউল্লাহ ও মুশফিক এই কীর্তি গড়েছিলেন। শারজাহর এই মাঠে পেসারদের থেকে স্পিনাররাই বেশি ভালো করতে পারে।

আফগানিস্তান (সম্ভাব্য একাদশ): হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নবীন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।

বাংলাদেশ (সম্ভাব্য একাদতশ): মোহাম্মদ নাঈম, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আরও খবর

Sponsered content

Powered by