শিক্ষা

আল জাজিরার প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন : নোবিপ্রবি শিক্ষক সমিতি

  প্রতিনিধি ১০ ফেব্রুয়ারি ২০২১ , ৪:৪৯:৪৭ প্রিন্ট সংস্করণ

নোবিপ্রবি প্রতিনিধি:
সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা কর্তৃক প্রকাশিত ‘All the prime minister’s men’ প্রতিবেদনটিকে ভিত্তিহীন ও বাংলাদেশ বিরােধী যড়যন্ত্রমূলক প্রতিবেদন আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, যখন বাংলাদেশে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে তখনই কতিপয় কুচক্রী মহল বাংলাদেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশকে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আল জাজিরায়  ‘All the prime minister’s men’ নামক অসৎ উদ্দেশে নির্মিত প্রতিবেদনে সাজানো, ভিত্তিহীন ও বাংলাদেশ বিরােধী বক্তব্য প্রচার করে। আমরা এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের সাথে গভীর সম্পর্কের কারণে রাজনৈতিকভাবে আল জাজিরা যুদ্ধাপরাধীর বিচার ও বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে শুরু থেকে বাংলাদেশ সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি প্রচারিত ভিডিওচিত্রে বাংলাদেশ সম্পর্কে যে তথ্য উপস্থাপন করেছে তা দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের পরিকল্পনা মাত্র। সংবাদ প্রচারের রীতিনীতি ও নৈতিকতায় আল জাজিরা ইতোমধ্যে বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ। তার প্রমাণ হিসেবে অনেক দেশ তাদের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by