ময়মনসিংহ

নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৪:৫৫:২৮ প্রিন্ট সংস্করণ

নান্দাইল ( ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ১ নং বীরবেতাগৈর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় বীর কামটখালী জে,বি উচ্চ বিদ্যালয়
মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়।

বার্ষিক সম্মেলনে অবিভক্ত ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।

সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ারা জুয়েল, উপজেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট মাহবুব আলম মামুন,স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.আব্দুল মতিন,ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম খান শামীম।

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি
তৌফিকুল ইসলাম মামুন। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভ।

সম্মেলনকে ঘিরে ইউনিয়ন ছাত্রলীগের মধ্যে সাজসাজ রব তৈরি হয়। সম্মেলনস্থলে তৈরি করা হয় সুদৃশ্য প্যান্ডেল।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে ছাত্রলীগ।

তিনি আরো বলেন,ছাত্রলীগকে আরও শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যে সাংগঠিক কাঠামো মোতাবেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেই ছাত্রলীগ চাই, যে ছাত্রলীগ বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই ছাত্রলীগ যেন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকে।

আলোচনা সভা শেষে তৌফিকুল ইসলাম তপনকে সভাপতি এবং তৌফিকুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by