ঢাকা

আড়াইহাজারে পুলিশের মামলায় গ্রেফতার ১৩

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৭:৫০:২৫ প্রিন্ট সংস্করণ

smart

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের কত্যর্ব কাজে বাঁধা দেয়ার মামলায় গতকাল এক ইউপি সদস্য সহ স্থানীয় আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, খাগকান্দা ইউনিয়নের বাহেরচর এলাকার মৃত করিম প্রধানের ছেলে তোফাজ্জল হোসেন (৪৭)। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা। মৃত আবুল কাসেমের ছেলে লোকমান (৪৫)। তিনি ৫ নং ওয়ার্ড সদস্য। মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু সিদ্দিক ওরফে খোকন (৫০), সিদ্দিকের ছেলে শাহিন (২০), কাইরাইল মোড়া এলাকার রশীদের ছেলে পিয়ারিস (২৩), মৃত বাতেনের ছেলে মুকবল হোসেন (৪৯), নুরুল ইসলামের ছেলে গিয়াসউদ্দিন (৩২), সোবানের ছেলে মোশারফ হোসেন (৩২), কাকরাইল মোড়া এলাকার আলমাসের ছেলে নাঈম (২০) ও মৃত আউয়ালের ছেলে জাকারিয়া (৪২), বাহেরচর এলাকার মজিবুর রহমানের ছেলে ইসমাইল (২৫), শাহাবউদ্দিনের ছেলে আবু তাহের (৩৫), একই এলাকার আউয়ালের ছেলে হযরত আলী (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সবাই আওয়ামী লীগের সমর্থক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এর আগে চার শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেনকে প্রধান আসামি করা সহ আরও ১০ জনের নাম উল্লেখ্য করা হয়েছে। আড়াইহাজার থানার এসআই পলাশ কান্তি রায় বাদি হয়ে ১৬ আগস্ট রাতে মামলাটি করেন। মামলা নং- ১৭(৮)২০ংই। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত. সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুকে’ এক গৃহবধূর নামে মানহানিকর স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে ১৬আগস্ট দুইগ্রæপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের কাজে বাঁধা প্রদানের অভিযোগে এ মামলা করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by