ময়মনসিংহ

ইসলামপুরে শহীদ মিনার নিমার্ণের দাবীতে মানববন্ধন

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২১ , ৩:৩২:২৩ প্রিন্ট সংস্করণ

জামালপুর প্রতিনিধি:

জাতীয় শহীদ মিনারের আদলে জামালপুরের ইসলামপুরে শহীদ মিনার নির্মাণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামপুর সরকারী নেকজাহান পাইলট উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ব্যাচ-৯৭ ইসলামপুর, জামালপুর নামে আর্থ-সামাজিক সংগঠন। সকাল ১১.০০ টায় উপজেলার থানার মোড়স্থ বটতলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ব্যাচ-৯৭-এর সভাপতি আমজাদ সুজনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ১০নং গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাকসুদুর রহমান আনছারী, ব্যাচ-৯৭-এর সহ-সভাপতি লুৎফর কবীর রুবেল, সাধারণ সম্পাদক শাহাআলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ডি.আই বাবুল, সাংগঠনিক সম্পাদক রকিব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান কবির রুকন, সদস্য মনিরুজ্জামান লাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমরা নানা কর্মসূচি পালন করে থাকি। ইসলামপুর উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে, বিশেষত শিশুকিশোরদের কাছে আমরা মহান ভাষা আন্দোলন, ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা দিক তুলে ধরতে চাই। আয়োজন করতে চাই নিয়মিত একুশে বইমেলার। কিন্তু ইসলামপুরে জাতীয় শহিদ মিনারের আদলে কেন্দ্রীয় কোন শহিদ মিনার নেই। যা একসময় জনতা মাঠে ছিল। এখনকার শিশুকিশোররা বাঙালী জাতীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনটি সম্পর্কে জানতে পারছে না কিছু। তাই আমরা জাতীয় শহীদ মিনারের মূল নকশার আদলে ইসলামপুরে একটি দৃষ্টিনন্দন কেন্দ্রীয় শহিদ মিনার চাই।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by