চট্টগ্রাম

কর্ণফুলীতে নারীসহ ৪ইয়াবা পাচারকারী গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম শহরের প্রবেশদ্ধার কর্ণফুলীতে র‌্যাবের হাতে ১ নারীসহ চার ইয়াবা পাচারকারী গ্রেপ্তার হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট। জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার। গ্রেপ্তার হওয়া চারজন হলেন মোঃ শফিক আলম (৩৫), হাবিবুল্লাহ মেজবাহ (৩০), মোঃ আবু তাহের (৫৫) ও সামসুন্নাহার (৪৫)। তারা চারজনই কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে করে মাদক নিয়ে চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী রোড হয়ে নগরে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কর্ণফুলীর শিকলবাহা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টের দিকে আসা একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারের পিছনের সিটের উপর থেকে ইট সাদৃশ স্কচটেপ, কাগজ ও রাবার দ্বারা মোড়ানো অবস্থায় ৯ হাজার ৮৫০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ওই গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। একসঙ্গে গাড়িতে পাওয়া মাদক ও পরিববহন কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by