ময়মনসিংহ

কলায় যে কোন মূহুর্তে ঘটে যেতে পারে দুঘর্টনা, জরুরি মেরামত প্রয়োজন

  প্রতিনিধি ২ মে ২০২১ , ৭:৩৩:৩৮ প্রিন্ট সংস্করণ

ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা থেকে ঘাটে যেতে ও নারায়নখোলা আসার জন্য মরা ব্রহ্মপুুত্রের উপর ২০১৪ সালে ত্রান মন্ত্রনালয়ের দুযোর্গ শাখা থেকে ২৭ লাখ টাকা ব্যায়ে জাকারিয়া মুকুল ঠিকাদার হিসাবে ব্রীজটি নির্মাণ করেছিলেন । অত্যন্ত নিম্ম মানের কাজ করার কারনে ব্রীজটি সামান্য বর্ষায় ভেঙ্গে যায় । ৩৬ ফুট লম্বা নির্মিত সেতুটি মানুষের জন্য এখন হুমকী হয়ে দাঁড়িয়েছে। এর উভয় পাশে কাঠ দিয়ে জোড়া লাগানো হয়েছে এবং নিচে দুইটি পিলার ভেঙ্গে পড়ে গিয়েছে ।

এলাকাবাসী জোড়া তালি দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ইউনিয়নটিতে কৃষি উৎপাদনের শতকরা ৮০ ভাগ পূরণ হয়ে থাকে ঐ ইউনিয়ন থেকে চরের কৃষকরা এখন হুমকি হয়ে পড়া ব্রহ্মপুুত্রের উপর ঐ সেতুটি পিলার ভেঙ্গে যাওয়ার ও দুপাশের মাটি সরে যাওয়ার কারনে জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়েছে ।

কৃষকরা ঝুঁকি নিয়েই তাদের উৎপাদিত কৃষি পন্য হাস মুরগী , গরু, ছাগল নিয়ে ঐ পথ দিয়েই মৃত্যুকে সঙ্গী করে চলছেন।

আরও খবর

Sponsered content

Powered by