দেশজুড়ে

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

  প্রতিনিধি ৪ আগস্ট ২০২০ , ১১:৪৪:৪২ প্রিন্ট সংস্করণ

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, সকাল থেকেই বৈরী আবহাওয়া বিরাজ করছে।

আকাশ মেঘাচ্ছন্ন ও বাতাস থাকায় পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। সকাল সাড়ে ১০টার দিকে ঝড়োবাতাস ও বৃষ্টি বেড়ে গেলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়।
এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। তবে হঠাৎ করে লঞ্চ ও স্পিডবোট বন্ধ হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন তারা। অনেকে ফেরিতে করে পার হচ্ছেন।

এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরি চলাচল করছে। সকাল থেকে সাতটি ফেরি চলছে।

কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Powered by