দেশজুড়ে

কাপাসিয়ায় করোনায় আক্রান্ত হয়ে সাবেক কর্মকর্তার মৃত্যু

  প্রতিনিধি ২৯ মে ২০২০ , ৯:৫৭:১২ প্রিন্ট সংস্করণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তা শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী ওই সাবেক কর্মকর্তার বাড়ি উপজেলার দুর্গাপুর রুপভূইয়ার টেক গ্রামে

মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অবসরে যাওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই উপ পরিদর্শক করোনা ভাইরাসের উপসর্গ জনিত রোগে আক্রান্ত হলে গত মঙ্গলবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় পরে পরীক্ষায় করোনা শনাক্ত হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে হাসপাতালে তার মৃত্যু হয়

কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা সততা নিশ্চিত করে জানান, ওই সাবেক কর্মকর্তা গাজীপুর সদরে অবস্থান করতেন যেহেতু গ্রামের বাড়িতে ঈদের দিন অবস্থান করেছিলেন তাই তার বাড়িটি লকডাউন করা হবে বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রটোকল মেনে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে

আরও খবর

Sponsered content

Powered by