চট্টগ্রাম

চট্টগ্রামে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৪ , ৫:২৬:৪৮ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

চট্টগ্রামে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সাড়ে ৩শ রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় জেলা প্রশাসক বলেন, যারা জটিল রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা কিছুই নয়।

সীমিত সম্পদের মধ্যেও বর্তমান সরকার আপনাদের পাশে দাঁড়িয়েছে। বিধবা ভাতা, বীর মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সরকার সামজিক নিরাপত্তা দিন দিন বৃদ্ধি করছে। সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি হাসপাতালের পাশাপাশি সারা দেশে কমিউনিটি ক্লিনিক করেছে। এসব ক্লিনিক থেকে তৃণমূলের মানুষ বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা পাচ্ছে।

এটি সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলম। সঞ্চালনা করেন সমাজসেবা অফিসার মো. সোহানুর মোস্তফা শাহরিয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, শহর সমাজসেবা কার্যালয়-২ এর কর্মকর্তা সুজিত কুমার নাথ ও শহর সমাজসেবা কার্যালয়-৩ এর কর্মকর্তা আশরাফ উদ্দিন।

উল্লেখ্য, চট্টগ্রাম জেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ৩৫০ জন, ২০২২-২৩ অর্থ বছরে ১ হাজার ৪০০ জন, ২০২০-২১ অর্থ বছরে এক হাজার ১৯২ জন এবং ২০১৯-২০ অর্থ বছরে এক হাজার ২৪০ জন জটিল রোগীকে এককালীন ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তার চেক দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by