ঢাকা

শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

  প্রতিনিধি ২ জুন ২০২২ , ৭:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় গতকাল ২ জুন বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনানদীরপাড় এলাকার করিম এসফল্ট এন্ড রেডিমিক্স লিমিটেডকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আতিকুল ইসলাম এ জরিমানা আদায় করেন। গত কয়েকদিন ধরে শীতলক্ষ্যা নদীর রূপগঞ্জের মাঝিনানদীর পাড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের প্রকল্প ভরাট করার অভিযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় রূপগঞ্জ থানা পুলিশ, আনসার ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম রসুল মুচলেকা দিয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ প্রয়োজনীয় সরঞ্জামাদী তাৎক্ষণিক ভাবে সরিয়ে নেন।

 

 

 

আরও খবর

Sponsered content

Powered by