দেশজুড়ে

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোক

  প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৪:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি: জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। বৃহস্পতিবার এক শোকবার্তায় উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত এবং তার শোকাহত পরিবার পরিজন ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় উপাচার্য বলেন, ইমেরিটার্স আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। ‘প্রজ্ঞা ও শুদ্ধ চেতনায় দীপ্ত এই মানুষটির চলে যাওয়া দেশের জন্য এক অপূরনীয় ক্ষতি।’ 

বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান (ইন্না লিল্লাহি…রাজিউন) মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আরও খবর

Sponsered content

Powered by