রাজশাহী

জয়পুরহাটে ২৭ সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২১ , ৬:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট প্রতিনিধি :

কোভিড-১৯ ভাইরাস সংক্রমণজনিত কারণে জয়পুরহাট জেলায় সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বপালনকারী ২৭ জন সংবাদকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা হিসেবে ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন (দ্বিতীয় পর্যায়) ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়। সেই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে সাংবাদিকদের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার ওই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ডু, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এ্যাড: নন্দকিশোর আগরওয়ালা, সাংবাদিক শাহাবুদ্দিন, শফি প্রমুখ।

 

আরও খবর

Sponsered content

Powered by