ময়মনসিংহ

রডের বদলে বাঁশ দেওয়ায় দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’র সুপারিশ

  প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:৪০:১৯ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়িয়ায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি)-এর ইউ ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করার প্রাথমিক সত্যতা পাওয়ায় দোষী প্রকল্প কমিটির সভাপতি মোহাম্মদ আলী (আলম) এর বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক। রোববার জেলা প্রশাসক ময়মনসিংহ বরাবর প্রতিবেদনে তিনি এ সুপারিশ করেন। এ ছাড়াও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে একটি রিপোর্ট প্রদান করার জন্য এলজিইডি ’র প্রকৌশলী চিঠি দেওয়া হয়েছে। তবে প্রকল্পের নথি যাচাই করে দেখা যায়, ঐ ওয়ার্ডে পৃথক ২টি প্রকল্প হলেও প্রকল্প কমিটির সভাপতি একই ব্যক্তি। রাশিদা নামের সংরক্ষিত সদস্য প্রকল্পের কাজ করলেও কাগজে-কলমে প্রকল্প সভাপতি মোহাম্মদ আলী (আলম)। ফুলবাড়িয়া উপজেলার আছিম-পাটুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি)-এর ইউ ড্রেন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহার করার খবরে সরেজমিনে ময়মনসিংহের উপ-পরিচালক (স্থানীয় সরকার) এ কে এম গালিভ খান ও উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক প্রকল্প ২টি পরিদর্শন করেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পেয়েছেন তাঁরা। তবে প্রকল্প ২টি পৃথক হলেও প্রকল্প কমিটির সভাপতি একই ব্যক্তি।

আরও খবর

Sponsered content

Powered by