রংপুর

ডোমারে বুড়ীনদী খনন পরিদর্শন করলেন এডিসি

  প্রতিনিধি ১৯ আগস্ট ২০২০ , ৬:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বুড়ীনদী খনন ও মুজিববর্ষ উপলক্ষে নদীর ধারে বৃক্ষ রোপণ পরিদর্শন করেন এডিসি (রাজস্ব) খন্দকার নাহিদ আকতার। বুধবার বেলা ১২টায় বোড়াগাড়ী ইউনিয়নের বুড়ীনদী খনন পরিদর্শনে আসেন এডিসি (রাজস্ব) খন্দকার নাহিদ আকতার। এসময় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লা আল-মামুন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন বুড়ী নদী থেকে উত্তোলিত বালু সরকারীভাবে বিক্রয়ের জন্য টেন্ডার প্রক্রিয়ার অংশ হিসেবে বালু মহলের ৫টি পয়েন্ট পরিদর্শন করেন।

আরও খবর

Sponsered content

Powered by