রংপুর

ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২০ , ৩:৫৫:৫৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুর প্রতিনিধি :

সারাদেশে নারী-শিশু ধর্ষণ, সহিংসতা ও নির্যাতন প্রতিরোধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে নারী বাইকাররা এবার মাঠে নেমে পড়েছে। সোমবার দিনাজপুর জেলা প্রশাসন সম্মুখ সড়কে উইমেন্স বাইকস্ ওয়েল ফেয়ার এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধনে এ দাবি করা হয়। উইমেন্স বাইকস্ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাথে যোগ দেন ১নং চেহেলগাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ৩নং পল্লী সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনের অংশ নেন উইমেন্স বাইকস্ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুরমান্দ বানু, সহ-সভাপতি মোছা. সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলী আক্তার পিংকী, কোষাধ্যক্ষ বিলকিস বানু, সদস্য মাহামুদুর আক্তার, পল্লী সমাজের সভানেত্রী ছবিতা রায়, জেসমিন প্রমুখ। এছাড়া মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামকে স্বারকলীপি প্রদান করেন নেতৃবৃন্দ।

 

আরও খবর

Sponsered content

Powered by