রংপুর

নবাবগঞ্জে চেক জালিয়াতি চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৫:৩৯ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে চেক জালিয়াতি চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. শামস উদ্দিন নামে এক স্কুল শিক্ষক। বুধবার সকাল ১১ টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ব্যাক্তিগত প্রয়োজনে জনতা ব্যাংক লিঃ, রংপুর লালবাগ বাজার শাখায় তার সঞ্চয়ী হিসাব নং ০১০০০২৫৩৫৩৬৯৭ এর বিপরীতে একটি রিক্যুজিশন পাতা সহ ১০ টি চেক পাতা নং ৪৬৫৯১৬১ থেকে ৪৬৫৯১৭০ তার নিজের নিকট সংরক্ষিত আছে।

এ অবস্থায় ওই হিসাবের বিপরীতে চেক নং ১৫৬১২১৪ এ তার স্বাক্ষর জালিয়াতি করে রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তোষপুর গ্রামের আ. সিদ্দিত এর ছেলে মো. রিয়াজুল ইসলাম একই শাখায় ডিজওনার করে এবং পরবর্তীতে বিজ্ঞ সিনিয়ার জুডিশিয়াল রংপুর আমলী আদালতে ৭ লাখ ১৫ হাজার টাকার দাবিতে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ওই ব্যাংক শাখার কোন অসাধু কর্মকর্তার যোগসাজসে রিয়াজুল পূর্ব শত্রুতাবশতঃ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এ মামলা দায়ের করেছেন। বিষয়টি তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট তদন্ত সাপেক্ষে তাকে অযথা হয়রানি থেকে অব্যাহতি ও চেক জালিয়াতি চক্রের বিরুদ্ধে শাস্তির দাবি করেন।

আরও খবর

Sponsered content

Powered by