চট্টগ্রাম

নবীনগরে প্রান্তিক মানুষদের নিয়ে হিলিপের দিনব্যাপী কর্মশালা

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২১ , ৩:৩৪:৪৫ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তৃণমূল পর্যায়ে প্রান্তিক কৃষক, মৎস্যজীবি, গবাদী পালনকারী, বিল ব্যবহারকারি সংগঠক ও খেটে খাওয়া জনগোষ্ঠীকে নিয়ে সোমবার (২৫/০১) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে হিলিপ প্রজেক্টের দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নিয়ন্ত্রনাধীন হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প(হিলিপ)এর এ অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামূল সিদ্দিক। কর্মশালায় নবীনগরে হিলিপের গ্রামীন প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরে ২০৪১ ভিষনের অধিকতর উন্নয়নের দিক নির্দেশনা অবহিত করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম। দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,সিঃ মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ শামীম আহম্মেদ, হিলিপ প্রজেক্টের কর্মকর্তা শংকর চন্দ্র সুত্রধর,মো. নুরুল আমীন, মো. জাকির হোসেন,মো. হারুনুর রশিদ ভূঁইয়া, মো. রেজাউল করিম, মো. রাশেদুল হাসান, প্রিন্ট ও ইলিট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দু।

আরও খবর

Sponsered content

Powered by