চট্টগ্রাম

নবীনগরে সচেতনতামূলক মাস্ক বিতরণ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২১ , ৬:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহামারী করোনা ভাইরাসের চলমান দ্বিতীয় ঢেউয়ে বিশ্ব আজ আতঙ্কিত, বিশ্ববাসীর সামনে বিরাজমান অনাগত ভয়াবহতার হাতছানি, স্বাস্থ্য সচেতনতার অভাবে বাংলাদেশেও পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা, মানছে না কেউ স্বাস্থ্য সর্তকতা, সরকার নির্দেশনা দিয়ে যাচ্ছেন সচেতনতার জন্য তারই ধারাবাহিকতায় করোনা মহামারীর জন্য সরকারের নির্দেশনা মোতাবেক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মাস্ক বিতরণ করলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ একযোগে মাক্স বিতরণ কার্যক্রম করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আহসান উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির।

মাস্ক বিতরণ কালে রাস্তায় চলাচলকারী পথচারী, অটো রিকশাচালক ও যাত্রীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন নবীনগর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ।

প্রথম ধাপে সমগ্র উপজেলায় প্রায় পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরও খবর

Sponsered content

Powered by