ঢাকা

নরসিংদীতে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ৪:৪৪:১৫ প্রিন্ট সংস্করণ

মো: সাইফুল ইসলাম, নরসিংদী প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে  ‘মুজিববর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার ’ এই প্রতিপাদ্যে সামনে নিয়ে সারাদেশের ন্যায় নরসিংদীতে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন উদ্বোবধন করা হয়েছে। গত ১ অক্টোবর বৃহস্পতিবার সদর উপজেলার চিনিসপুরের রোড থেকে সড়ক রক্ষণাবেক্ষণ কাজের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোবধনী অনুষ্ঠানে নরসিংদীর এলজিইডির নির্বাহী প্রকৌশলী  শেখ. মো: আবু জাকির সেকান্দার, সিনিয়র সহকারী প্রকৌশলী  মোহাম্মদ শাহ্ আলমসহ গণ্যমান্য বক্তি ও এলজিইডির কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। নির্বাহী প্রকৌশলী  শেখ. মো: আবু জাকির সেকান্দার জানান, ‘মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে আমরা যে স্লোগানকে সামনে রেখেছি,তার সঠিক মূল্যায়ন ও বাস্তব প্রতিফলন ঘটনোর লক্ষ্যে এলজিইডি মাসব্যাপী  সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বছরব্যাপী এ কাজ চলমান থাকবে। পাশাপাশি গ্রামীণ সড়ক গুলোতে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।

Powered by