খুলনা

পাইকগাছায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৩ , ৩:৩৪:১০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় আওয়ামীলীগের আনন্দ মিছিল

দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের সেতু কড়ুলিয়া নদী উপর সেতু। এই সেতুকে ঘিরে দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্ন সীমাহীন। খুলনার পাইকগাছা উপজেলার কড়ুলিয়া নদীর ওপর ৭৪৮.৯০ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৩ নভেম্বর বিকালে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা সার্কিট হাউস মাঠে মহাসমাবেশ মঞ্চ থেকে এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেতুটি উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে পাইকগাছা উপজেলা আ’লীগ ও সহযোগী অঙ্গসংগঠন।

বুধবার ( ১৫ নভেম্বর) বিকাল ৫টায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র নেতৃত্বে আনন্দ মিছিলটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দক্ষিণাঞ্চলে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন।

অনুষ্ঠিত আনন্দ মিছিলে উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, প্যানেল মেয়র মাহাবুবুর রহমান রঞ্জু, শংকর দেবনাথ, রেজাউল হক, রবীন্দ্র নাথ রায়, স্নেহেন্দু বিকাশ, আব্দুল হালিম খোকন, সায়েদ আলী মোড়ল কালাই, আকরামুল ইসলাম,শাহাবুদ্দিন শাহিন,রফিকুল ইসলাম, ভারঃ অধ্যক্ষ বাবলুর রহমান, সহকারী অধ্যাপক মসিউর রহমান,শেখ জুলি, প্রভাষক নিবেদিতা মন্ডল,ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনসহ  উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন আ’লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের পদস্হ হাজার হাজার নেতাকর্মীরা অংশ গ্রহণ করে। উল্লেখ্য,গত ১৩নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইকগাছা উপজেলাধীন লস্কর বাজার-বাইনতলা বাজার- বগুলার চক বাজার- শুড়িখালী বাজার-ভাণ্ডারপোল বাজার- গিলাবাড়ি জিসি সড়কের ২৩০০ মিটার নির্মাণ কাজের ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন।

Powered by