খুলনা

পাইকগাছায় কাঁকড়া চাষীদের প্রশিক্ষণ

  প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৭:৪৭:২০ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা  (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় আশা সংস্থার উদ্যোগে কাঁকড়া চাষীদের আধুনিক পদ্ধতিতে কাঁকড়া চাষের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন আশা’র কেন্দ্রীয় সহকারী পরিচালক সবুজ চৌধুরী। বিশেষ অতিথি ও প্রধান প্রশিক্ষক ছিলেন পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও লোনা পানি কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ। অন্যান্যের মধ্যে ছিলেন,সংস্থার খুলনা জেলা ব্যাবস্থাপক মোঃ মফিজুল ইসলাম,আঞ্চলিক ব্যাবস্থসপক হারণ-অর- রশীদ,ব্রাঞ্চ ম্যানেজার আলমগীর হোসেন,ও সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মাসুদুর রহমান। উপজেলার ১০টি ইউনিয়ণ ও ১টি পৌরসভা থেকে ৩০ জন কাঁকড়া চাষী অংশ নেন।

Powered by