খুলনা

পাইকগাছায় গড়ের আবাদ গ্রামেও মাটির রাস্তা ইটের সলিং হয়নি

  প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৭:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা  (খুলনা) প্রতিনিধিঃ

  পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন ৮নংওয়াডের  উওর গড়ের আবাদ গ্রামের শত শত স্থায়ী পরিবার বসবাস করেন, এ গ্রামে ৪ টি জামে মসজিদ, ২ টি মহিলা মাদ্রাসা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার মুজিব বর্রষের ১৭ জন গৃহহীন দরিদ্র  পরিবার ঘর রয়েছে।

স্বাধীনতার ৫২বছর পার হলে ও গ্রামে মাটির রাস্তায় বৃষ্টির সময়  হাটু কাঁদা থেকে রেহায় পায়নি গ্রামের মানুষ । প্রতি বছর বৃষ্টি মৌসুম আসলে গ্রামের মানুষের পড়তে হয় স্বীমাহীন দুর্ভোগে,বিপাকে পড়তে হয় স্কুল কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় সমস্য পড়তে রুগিদের। কোন ব্যাক্তি  অসুস্থ  দ্রুত উপজেলা সদরে নেওয়া সম্ভব হয়না,এমনকি পল্লি চিকিৎক সহজে কোন  রুগীর  বাড়িতে আসতে  চায় না।  চৌমুহনী বাজার টু গজালিয়া মেইন সড়কে পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁচা রাস্তা ১থেকে  ঢেড় কিলোমিটার ইটের সলিং থাকলে ও তা খন্ড খন্ড করে ইটের সলিং রাস্তা করা  হয়েছে বিভিন্ন সময়ের জন প্রতিনিধির সময়।বর্তমানে ইটের সলিং রাস্তার ও বেহাল দর্শা। গ্রামের মুজিবর সরদার বলেন আমরা খুবই অবহেলিত আছি, এখন প্রায় রাস্তাঘাট ইটের সলিং, কিন্ত আমাদের আজ ওহাটু  কাঁদায় চলতে হয়।জয়নাল সরদার বলেন আমাদের গ্রামের প্রত্যক বাড়ীতে   অটো ভ্যান আছে, অনেক  ব্যক্তির নিজস্ব, মটর সাইকেল, ইজি বাইক,অটো ভ্যান  নসিমন, ভ্যান গাড়ী রেখে আসতে হয় অন্য গ্রামে কারর বাড়ীতে বা রাস্তার পাশ্বে  পলিথিন দিয়ে ঢেঁকে রাখতে হয়।চলতি মাসে গত সপ্তাহে ভারি বৃষ্টিতে এ- গ্রামের কয়েক জায়গা মাটির রাস্তা নিচু ও অবহেলিত  রাস্তার উপর দিয়ে পানি নৈর নদীতে  যাচ্ছে। সরেজমিনে দেখা যায় কাঁচা রাস্তা অবহেলিত থাকায়  উওর গড়ের আবাদ  গ্রামের  বিল্লাল  সানার বাড়ীর সামনে রাস্তার উপর জাল ফেলে মাছ ধরছে, বিল্লাল গংরা। স্থানীয় ইউপি সদস্য নজরুল সরদার বলেন, চেয়ারম্যান কে একাধিক বার বলেছি,উঃগড়ের আবাদ গ্রামের কাঁচা রাস্তা খুবই অবহেলিত,আমি চেষ্টা করছি, গোলজার মোল্লা বাড়ী থেকে বাদুড়ি ব্রীজ পর্যন্ত বাকী মাটির রাস্তা  ইটের সলিং করার জন্য। চাঁদখালী  ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে, যোগাযোগ করা সম্ভব হয়নি। কয়রা -পাইকগাছা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু (এমপি) নিকট অবহেলিত কাঁচা রাস্তা ইটের সলিং এর ব্যবস্থা গ্রহনের দৃষ্টি কামনা করছেন এলাকা বাসি।

Powered by