খুলনা

পাইকগাছায় দূর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৩ , ৪:১৩:৩২ প্রিন্ট সংস্করণ

পাইকগাছায় দূর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

দূর্গোৎসব উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানার আমুরকাটায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে  উপজেলার সোলাদানার আমুরকাটা সার্বজনীন পূজা উদযাপন কমিটির আয়োজনে কড়ুলিয়া নদীতে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতায়  চ্যাম্পিয়ন হয়েছে রিয়া বাইচের নৌকা, ২য় স্থান অর্জন করে রত্না বাইচের নৌকা, তয় স্থান অর্জন করে স্বপ্নতরী বাইচের নৌকা। প্রতিযোগিতা শেষে মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডভোকেট শিবু প্রসাদ সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জাপার সদস্য খুলনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, অধ্যক্ষ মিহির বরন মন্ডল, জেলা জাপার সাবেক যুগ্ন- সম্পাদক সামছুল হুদা খোকন, জেলা আ’ লীগ সদস্য তহমিনা মশিউর, সাংবাদিক কৃষ্ণ রায়, বিভাসেন্দু সরকার, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবুর রহমান, পৌর

যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ,  সাবেক সভাপতি শেখ মাসুম,  মীর ওসমান গনি,  উপজেলা যুব সংহতির সম্পাদক আব্দুর রহিম, সেনাবাহিনীর ফুটবল কোচ দেবাশীষ সানা, পৌর যুবসংহতির আহবায়ক আবু সাঈদ শেখ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি তন্ময় রায়, পৌর যুবসংহতির যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, শাহরিয়ার রাসেল, মোঃ শাহিদুল গাজী, ইমরান হোসেন ও মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

Powered by