ঢাকা

জমে গেছে পাংশা পৌরসভা নির্বাচন

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ১:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার নির্বাচন জমে উঠেছে।তিনজন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ প্রার্থী ওয়াজেদ মণ্ডলের আপন (বোনের ছেলে) ভাগনে রইচ উদ্দিন বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক অর্থে মামা-ভাগনের লড়াই। কিন্তু প্রকৃত লড়াই হনে আওয়ামীগের বিদ্রোহী প্রাথর্াীর সাথে। অপর দিকে পেীর যুবলীগের আহবায়ক (বহিষ্কৃত!) ফজলুল হক ফরহাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে জগ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে লড়ে যাচ্ছেন। আগামী ৩০ জানুয়ারি নির্বাচনে প্রতিদ¦ন্দ্বিতা মূলত দ্বিমুখি হওয়ার সম্ভাবনা বেশি।কারণ বিএনপি প্রার্থী রইচ উদ্দিনকে তেমন ভাবে ক্যাম্পিং করতে দেখা যাচ্ছেনা। পাংশা সরেজমিন ঘুরে দেখা গেছে নৌকার প্রার্থী ওয়াজেদ আলীর প্রচার ও পোস্টারে ছেয়ে গেছে পাংশা পৌর এলাকার প্রত্যন্ত মহল্লায়।
শুক্রবার বিকালে প্রচারে অংশ নেয় আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।শনিবার কেন্দ্রীয় নেতাদের নিয়ে আরও বড় শোডাউন করেছে। অপর দিকে বিএনপি প্রার্থীকে কেন্দ্রীয় কোন নেতাকে পাংশার নির্বাচনী গণসংযোগে অংশ নেয়ার কোন চিত্র চোখে পড়েনি। পৌর আওয়ামীলীগ সভাপতি ও মেয়র প্রার্থী ওয়াজেদ আলী জানান,পৌরবাসীর কাছে গিয়ে তিনি টির পাচ্ছেন এখানকার জনগণ তাকে ভোট দেয়ার জন্য প্রস্তুত । অপর দিকে বিদ্রোহী প্রার্থী ফজলুল হক ফরহাদ জানান,তার নির্বাচনী পোস্টার ছিড়ে ফেলছে নৌকার সমর্থকরা । তিনি আরও অভিযোগ করেন,তার বিভিন্ন নির্বাচনী ক্যাম্পে ঢুকে নৌকার সমর্থরা ভয়ভীতি দেখাচ্ছে। কিন্তু নেীকার প্রার্থী এ সব অভিযোগ অস্বীকার করেন।
পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,পাংশা পৌরসভায় মোট ভোটার রয়েছে ২৪ হাজার ৩১৩জন। এদের মধ্যে পুরুষ ১২ হাজার ১১৩ ও মহিলা ১২ হাজার ২০০জন।

আরও খবর

Sponsered content

Powered by