খুলনা

পাইকগাছায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ জুন ২০২৩ , ৫:২০:২৪ প্রিন্ট সংস্করণ

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধি :

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্র, পাইকগাছার “বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২২-২০২৩) পর্যালোচনা এবং প্রকল্প প্রস্তাবনা (২০২৩-২০২৪) প্রণয়ন” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাইকগাছা  লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড,লতিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড,ইয়াহিয়া । বিশেষ অতিথি ছিলেন,অধ্যাপক ড, মোঃ গোলাম সরোয়ার, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান এফ,এম,আর,টি, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উর্ব্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ হাশমী সাকিব।

উপস্থিত ছিলেন ড,মোঃ আসাদুজ্জামান, এ্যাকোয়া কালচার বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, রাবেয়া আক্তার ফিসারি বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়,জেসমিন আরা প্রভাষক ও বিভাগীয় প্রধান,ওমানো গ্রাফী বিভাগ,খুলনা বিশ্ববিদ্যালয়, মোঃ জাহিদ হোসেন বিভাগীয় প্রধান এ্যাকোয়া কালচার বিভাগ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, মোঃ শাহিন পারভেজ এফ,এম,আর,টি খুলনা বিশ্ববিদ্যালয়, আহসান হাবিব, সিপি বাংলাদেশ।  গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ড. মোঃ লতিফুল ইসলাম, কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মতিউর রহমান,বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আবু নাসের,গোলাম মোস্তফা, শাওন আহম্মেদ, মোঃ মাসুদুর রহমান।বক্তব্য রাখেন চিংড়ি চাষী সহকারী অধ্যাপক আবু সাবাহ্, দেবব্রত সরকার দেবু,তারক চন্দ্র সানা,শেখ সুলতান জাকারিয়া, শেখ শহীদ হোসেন বাবুল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার,মহফুজা মীরা ও রণধীর সরকার।

আরও খবর

Sponsered content

Powered by