খুলনা

পাইকগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৪৪:৪৩ প্রিন্ট সংস্করণ


পাইকগাছা প্রতিনিধি :
যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে পাইকগাছাতে অমর একুশে ফেব্রুয়ারি তে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দরা। রাত ১২টা ১ মিনিটে প্রথমে পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। পর্যায়ক্রমে জাতীয় সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ,
উপজেলা পরিষদ, আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগি সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সরকারি বেসরকারি কলেজ, স্কুল, রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠানের পক্ষে থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারি কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, তদন্ত রফিকুল ইসলাম, শেখ কামরুল হাসান টিপু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল ও রবিউল ইসলাম, এছাড়া সরকারি কর্মকর্তা যথাক্রমে উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, মোঃ টিপু সুলতান, কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সরদার আলী আহসান, মৃদুল কান্তি দাশ, ইমরুল কায়েস, প্রেমানন্দ রায়, বিপ্লব কান্তি বৈদ্য, পারভীন আক্তার বানু, রাজীবুল হাসান, মৌলদা খাতুন, হাসিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জয়ন্ত ঘোষ, আলতাফ হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ ঈমান উদ্দীন, রমেন্দ্র সরকার, সুরাইয়া বানু , এস আই মোস্তাফিজুর রহমান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল সহ সাংবাদিক,শিক্ষক, শিক্ষার্থীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস টির তাৎপর্য তুলে ধরে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন সহ-সভাপতি সমিরণ সাধু, রশীদুজ্জামান মোড়ল, মেয়র সেলিম জাহাঙ্গীর, শিয়াবুদ্দীন ফিরোজ, ময়নুল ইসলাম, হেমেশ মন্ডল, সামছুর, মিজান, আজাদ, পার্থ, ফাইমিন প্রমূখ।
অন্যদিকে, পৌরসভায় মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, তৈয়বুর রহমান ও কবিতা রানী দাশ, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার,রফিকুল ইসলাম, কাউন্সলর আসমা আহম্মেদ, গফফার মোড়ল, পৌরসভা প্রকৌশলী নূর মোহম্মদ, উপ-সহকারী প্রকৌশলী লিটু শেখ, মৃনাল সানা, উত্তম ঘোষ সহ পৌর কর্মচারী বৃন্দ।অন্যদিকে চাঁদ খালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সাহাজাদা আবু ইলিয়াস সভাপতিত্বে,লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন এর সভাপতিত্বে, গড়াইখালী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর সভাপত্বে, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সভাপতিত্বে, দেলুটি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল এর সভাপতিত্বে দিবস টি পালিত হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by