চট্টগ্রাম

পাসপোর্ট অফিসের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক: বিদায়ী এসপি

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ৯:৪৭:৩২ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘জনগণের সমস্যা দেখতে হবে একান্ত আন্তরিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে।  লক্ষ্মীপুর জেলার প্রচুর মানুষ প্রবাসী। প্রবাসে যেতে পাসপোর্ট করতে হয়। এক্ষেত্রে পাসপোর্ট অফিসের সাথে ডিএসবি’র (পুলিশ) নিবিড় সম্পর্ক রয়েছে। এজন্য লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস স্বচ্ছতার সহিত সেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুরের বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) ড. এএইচএম কামরুজ্জামান।

মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস মিলনায়তনে পুলিশ সুপারের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারি পরিচালক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মংনেথোয়াই মারমা, আব্দুল মোহাম্মদ শেখ সাদী, সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১ আজিজুর রহমান মিয়া, সদর থানার ওসি মোস্তফা কামাল, ডিবি ওসি শাহাদাত হোসেন টিটো, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী এসপি কামরুজ্জামানকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন পাসপোর্ট উপ-সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।

আরও খবর

Sponsered content

Powered by