বরিশাল

প্রতিষ্ঠার ২৮ বছর পর পুনরায় চালু হলো আব্দুল জব্বার পৌর মার্কেট

  প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২ , ৫:২৪:৪০ প্রিন্ট সংস্করণ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় প্রতিষ্ঠিত হবার ২৮ বছর পর পুনরায় চালু হয়েছে মরহুম আব্দুল জব্বার আকন পৌর মার্কেট।

গত ১৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ মার্কেটের উদ্ভোধন হলে শনিবার সকালে থেকে নিয়মিত এখানে বসেছে নিত্যপ্রয়োজনীয় দোকান। এর আগে ১৯৯২ সালে তৎকালীন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার আকন তৎকালীন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ইউনুস আলীর অনুরোধে তার নিজস্ব সম্পত্তি দান করেন এ মার্কেটের জন্য।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ভোরের দর্পনকে জানান, পাথরঘাটা পৌরসভা প্রতিষ্ঠার পর ১৯৯২ সালে পৌরসভার আয়ের উৎস হিসেবে এ মার্কেটের উদ্যোগ নিয়েছিল তৎকালীন পৌর প্রশাসক শেখ ইউনুস আলী। এ জন্য তার বড় ভাই কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বার আকন তার নির্মিত মাদ্রাসা মসজিদের পাশে এক একর জমির উপর টলশেট ও কয়েকটি দোকান ঘর নির্মাণ করে মার্কেট চালু করেন। তবে তা অব্যবস্থাপনার কারণে বেশীদিন টিকেনি। ফলে দীর্ঘ ২৮ বছর বন্ধ ছিল এ মার্কেটের কার্যক্রম।

রোববার সকালে পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর ভাড়ানি খালের দক্ষিণ পাড় পাথরঘাটা পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার পৌর মার্কেটে গিয়ে দেখা যায়, সেখানে কাঁচাবাজার, মাছ-মাংস ও মুরগিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা।

সেখানে বাজার করতে আসা নাসির আকন জানান, আগে ৩০ টাকা রিক্সা ভাড়া দিয়ে শহরের পূর্ব মাথা থেকে বাজার সদাই করতে হতো। এখন আব্দুল জব্বার আকন মার্কেটটি চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। এখান থেকেই সব কিনতে পারছি‌। একই কথা জানান এ এলাকার আনিছ বিশ্বাস, জামাল হোসেন ও আলম মোল্লা।

এ মার্কেটের কাঁচামাল বিক্রেতা আব্দুল জলিল ও শাকিল জানান, আমরা ন্যায্য মূল্যে এখানে কাঁচামাল বিক্রি করছি। অনেক দিন পর এ মার্কেটটি চালু হওয়ায় ক্রেতা একটু কম। মাংস বিক্রেতা খলিল মিয়া জানান, আজ প্রথম এ মার্কেটে গরু জবাই করে বিক্রি করা হয়েছে। প্রতিদিন সকালে এখানে নিয়মিত গরু ও ছাগলের মাংস পাওয়া যাবে।

স্থানীয় কাউন্সিলর মোসাফ্ফের হোসেন বাবুল ভোরের দর্পনকে জানান, এই মার্কেটটির কারণে পাথরঘাটা পৌরসভায় রাজস্ব আয়ের পাশাপাশি এ এলাকার অনেক বাসিন্দাদের সময়ের অপচয় কম হবে এবং গাড়ি ভাড়া সাশ্রয়ী হবে। এছাড়াও দেশের বৃহত্তর মৎস্য বন্দর বিএফডিসি মৎস্য ঘাট থেকে সমুদ্রগামী মাছ ধরার ট্রলার গুলো এখান থেকে সহজে তাদের প্রয়োজনীয় বাজার সদাই করে মাছ শিকারে যেতে পারবে।

 

আরও খবর

Sponsered content

Powered by