চট্টগ্রাম

বান্দরবানে ক‌ে‌এনএফ সদ‌স্যের লাশ উদ্ধার

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ৬:৫৪:৩৩ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবা‌নের রুমা উপ‌জেলার মুয়াল‌পি পাড়ায় অব‌স্থিত কু‌কি চিন ন‌্যাশনাল ফ্রন্টের (ক‌েএনএফ) পরিত‌্যক্ত ঘাঁ‌টি থে‌কে এক কেএনএফ সদ‌স্যের লাশ উদ্ধার ক‌রে‌ছে নিরাপত্তা বা‌হিনী। গত মঙ্গলবার (২৫ এ‌প্রিল) প্রতিপ‌ক্ষে‌র সা‌থে সংঘ‌র্ষের ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে উক্ত কেএনএফ সদস‌্য নিহত হয়।
স্থানীয়‌দের বরা‌তে জানা যায়, মঙ্গলবার ভো‌রে মুয়াল‌পি পাড়ায় অব‌স্থিত কেএনএ‌ফের ঘা‌টি‌তে হামলা চালায় ইউ‌পি‌ডিএফ (গণতা‌ন্ত্রিক), এ‌তে দুপ‌ক্ষের ম‌ধ্যে তুমুল গোলাগুলি চ‌লে, সংঘর্ষ প্রায় ভোর সা‌ড়ে ৪ টা হ‌তে দুপুর ২ টা পর্যন্ত চ‌লে ব‌লে স্থানীয় বা‌সিন্দারা জা‌নি‌য়ে‌ছেন। তারা আ‌রো জানান, এসময় গোলাগু‌লির বিকট শ‌ব্দে স্থানীয়‌দের ম‌ধ্যে চরম আতঙ্ক আর উকন্ঠা তৈ‌রি হয় । সংঘ‌র্ষের এক পর্যা‌য়ে বেলা প্রায় ২ টার দি‌কে কেএনএফ পিছু হ‌টে এবং তা‌দের ক‌্যাম্প প‌রিত‌্যক্ত রে‌খে পা‌লি‌য়ে যায়। ত‌বে সে সময় তাৎক্ষ‌নিক কোন হতাহ‌তের ঘটনা জানা যায়‌নি। তবে ঘটনার পরের দিন স্থানীয়রা জু‌মে কা‌জে গে‌লে এক‌টি কব‌র দেখ‌তে পায়, প‌রে রুমা থানা পু‌লিশ‌কে খবর দি‌লে কবর খুঁ‌ড়ে লাশ উদ্ধার ক‌রে। ধারণা করা হচ্ছে নিহত সদস্যের লাশ মাটি চাপা দিয়ে পালিয়ে যায় কেএনএফ। নিহত কেএনএফ সদস্যের নাম বয়রামসাং বম ব‌লে জানা গে‌ছে, সে রোয়াংছ‌ড়ি উপ‌জেলার পাইনক্ষ‌্যং পাড়ার বা‌সিন্দা। সংঘর্ষস্থ‌লে এখন নিরাপত্তা বাহিনী অবস্থান কর‌ছে।
এ‌দি‌কে প্রায় ৮-১০ দিন পূ‌র্বে সন্ত্রাসী‌দের ভ‌য়ে গ্রাম ছে‌ড়ে রুমা সদ‌রে আশ্রয় নেয়া মুয়াল‌পি পাড়ার মারমা জন‌গোষ্ঠীর ৫১ প‌রিবার তা‌দের গ্রা‌মে ফি‌রতে শুরু ক‌রে‌ছে। আশ্রিতদের নিরাপত্তা, চিকিৎসা সহ সব ধরণের সহযোগিতা দিয়ে আসছিল রুমা সেনা জোন।

আরও খবর

Sponsered content

Powered by