চট্টগ্রাম

বান্দরবানে নানা কর্মসূচিতে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২২ , ৭:৪৮:২২ প্রিন্ট সংস্করণ

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি :

নানা কর্মসূচির মধ্যদিয়ে বান্দরবানে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে বান্দরবান জেলা পরিষদের স্মৃতিসৌধে ও বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা শহিদ স্মৃতিফলকে ফুল দিয়ে ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী ও মহান শহিদদের প্রতি সম্মান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
এছাড়াও জেলা প্রশাসক,জেলা পুলিশ সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে শহূদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শেখ ছাদেক,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

এসময় ১৪ ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম ও বর্বরোচিত হত্যাকান্ডে নিহত শহিদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা শহিদ পরিবারের এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ডহ দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়াও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটিকে উদযাপন করছে বান্দরবান জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।

আরও খবর

Sponsered content

Powered by