চট্টগ্রাম

বান্দরবানে বাল্যবিবাহ প্রতিরোধে শীর্ষক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২২ জুন ২০২২ , ৭:৫৩:৩৩ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান ডিস্ট্রিক পলিসি ফোরামের উদ্যোগে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। ২২শে জুন (বুধবার) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দক্ষ ও সক্রিয় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, পণপ্রথা বন্ধ এবং বিবাহ নিবন্ধন নিশ্চিতকরন কল্পে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক,স্থানীয় সরকার, লুৎফুর রহমান, সুরাইয়া আক্তার সুইটি, অতিঃ জেলা প্রশাসক, মোঃ নাজিম উদ্দীন, অতিঃ পুলিশ সুপার।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অংচমং মারমা,সাধারণ সম্পাদক লাল জার লম বম,সহ-সভাপতি দীপিকা রানী তঞ্চঙ্গা,ঝরনা তঞ্চঙ্গা,ডিপিএফ সদস্য,তাজ উদ্দিন আহমদ, মোঃ আরিফ হোসেন, উসাইন অং মারমা, P4D প্রকল্পের রেজিওনাল কো-অর্ডিনেটর সৈয়দা শবনম মোস্তারী এবং ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মং শেনুক মার্মা, মহিলা কাউন্সিলর এমেচিং মারমাসহ বিভিন্ন সরকারি সংস্থা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত p4d প্রকল্পের আওতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম বান্দরবানের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ সভাপতি জনাব অং চ মং মারমা।সঞ্চালনা করেন ডিপিএফ সেক্রেটারি লাল জার লম বম।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভার মুল বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ৩২ জন এবং জুম অনলাইনের মাধ্যমে আরো ২০ জন স্টেকহোল্ডার এ সভায় অংশগ্রহন করেন।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় কিছু সুপারিশ ও মতামত বান্দরবান ডিপিএফ কতৃর্ক পেশ করা হয়।

সভায় সকল স্টেকহোল্ডারগণ নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে আরো বেশি সক্রিয় হওয়ার আশা ব্যাক্ত করেন এবং এ বিষয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরিজী সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by