ঢাকা

বাল্কহেডের ধাক্কায় পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি, ছয়টি গরু নিখোঁজ

  প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৭:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার শামুরবাড়ি এলাকায় ৩১টি গরু নিয়ে ট্রলারটি ডুবে যায়।

পরে এলাকাবাসীর সহয়তায় ২৪টি গরু জীবিত এবং একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এখনো ছয়টি গরু নিখোঁজ রয়েছে।

লৌহজং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাশেল জানান, গরুভর্তি একটি ট্রলার সিরাজগঞ্জ থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী হয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিলো। পথিমধ্যে লৌহজং উপজেলার শামুরবাড়ি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। বাল্কহেডটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে ৩১টি গরু ছিল। ২৪টি গরু জীবিত ও একটি গরু মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ছয়টি গরু নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে নিখোঁজ গরুগুলো ডুবে যাওয়া ট্রলারটিতে বাঁধা অবস্থায় থাকায় সেগুলো উঠতে পারেনি।

আরও খবর

Sponsered content

Powered by