দেশজুড়ে

বিরলে ধান কাটা-মাড়াইয়ের উদ্বোধন 

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৯:০২:২০ প্রিন্ট সংস্করণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : বুধবার দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের যুগিহারী (বানিয়াপাড়া) গ্রামের কৃষক সহিদুল ইসলামের দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের পাশের ক্ষেতের ইরিবোরো ধান কম্বাইন হার্ভেষ্টার যন্ত্রদিয়ে ধানকাটা ও মাড়াইয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মো মাহমুদুল আলম। উপজেলার বিজোড়া ইউপি’র যুগীহারী (বানিয়াপাড়া) নামক স্থানে কৃষি প্রযুক্তির মাধ্যমে ধান কাটার শুভ উদ্বোধন করা হয়। 
এ সময় জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল,  উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম মোস্তাফিজুর রহমান, ইউএনও জিনাত রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব মো. সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহকারী কমিশনার (ভূমি) জাবের মো. সোয়াইব, কৃষি কর্মখর্তা কৃষিবিদ মো. মাহবুবার রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওসার আহমেদ, ওসি শেখ নাসিম হাবিব, ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, যুবলীগের সভাপতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ তৌহিদুল ইকবাল বলেন, কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষি সম্প্রসারন বিভাগ কৃষি পন্য উৎপাদনে নিরলসভাবে কাজ করে আসছে। কোথাও কোন পতিত জমি থাকবেনা। প্রতিটি জমি আবাদযোগ্য করে তোলে সেই জমিতে ফসল উৎপাদন করা হবে। 
দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, কৃষি প্রযুক্তির মাধ্যমে কৃষি আবাদে কৃষককে উদ্বুদ্ধ করতে আমরা একত্রিত হয়েছি। কৃষকরা যেন লাভবান হয়। এজন্য সরকারভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবেন। কৃষি কার্ড নিয়ে কেউ যদি কোন রকম চালাকি করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষি ভান্ডার নামে খ্যাত দিনাজপুর জেলার প্রতিটি ইউনিয়নে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্র ভর্তুকি মুল্যে প্রতিটি ইউনিয়নে দুইটি করে কম্বাইন হার্ভেষ্টার যন্ত্র বিতরণ করার সুপারিশ করার প্রতিশ্রæতি দেন। 

আরও খবর

Sponsered content

Powered by