ঢাকা

বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

  প্রতিনিধি ৮ মে ২০২২ , ৯:০৭:০০ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ

৮ মে হেনরি ডুনান্টের ১৯৪ তম জন্মদিন ও বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের উদ্যোগে রোববার (৮ মে) সকালে গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উক্ত ইউনিটে ফিরে শেষ হয়।
পরে দিবসটির তাৎপর্য উল্লেখ করে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করা হয়।

এ সময় গোপালগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য আলী নাঈম খান জিমি, আকবর আলী মোল্লা, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের অ্যাক্টিং চেয়ারম্যান রেশমা আক্তার হাসি, ইউএলও বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান মনিন্দ্র নাথ মিত্র সহ সকল যুব স্বেচ্ছাসেবক ও আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস -২০২২ উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানবিক হও”।

আরও খবর

Sponsered content

Powered by