দেশজুড়ে

বেশি করে ফলের গাছ লাগান : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

  প্রতিনিধি ২৯ জুন ২০২০ , ৬:৪৪:০০ প্রিন্ট সংস্করণ

বেশি করে ফলের গাছ লাগান : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : বেশি করে ফলের গাছ লাগান। এ জেলার অনেক ঐতিহ্য রয়েছে। করোনা মহামারির সময়ে জীবন-জীবিকা সবই করতে হবে। নিজে ভাল থাকবেন অন্যকে ভাল রাখবেন। গাছ লাগানো সদগায়ে জারিয়া। শেখ হাসিনার নেতৃত্বে দেশে এক কোটি ফলের গাছ লাগানো হবে।

সোমবার বিকালে ফুলবাড়িয়ায় জেলা পরিষদ ডাকবাংলোতে ‘বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী/মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধকালে বিভাগীয় কমিশনার (এনডিসি) মো. কামরুল হাসান এসব কথা বলেন।

সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মো. ইউসুফ খান পাঠান। সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিনা নাসরিন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, ইউএনও আশরাফুল ছিদ্দিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. ইমদাদুল হক সেলিম, পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মমতাজ উদ্দিন মন্তা, ফারজানা শারমিন বিউটি, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু, ওসি তদন্ত জহিরুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর পৌর ভবন চত্বর ও ফুলবাড়ীয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফলের গাছ লাগানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by