ঢাকা

ভাইরাল হলো খোরশেদ আলমের গান

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২২ , ৬:২৪:১০ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ

জনপ্রিয় শিল্পী প্রয়াত আতিফ আহমেদ নিলয়ের স্মরণে অধ্যক্ষ খোরশেদ আলমের লেখা ও সুরে একটি গান ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

নকশা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ হয়। এক সপ্তাহের ব্যাবধানে গানটি দর্শকদের মাঝে ব্যাপক সারা ফেলেছে। গানটি গেয়েছেন শিল্পী জনি এবং মিউজিক করেছেন শিমুল।

এবিষয়ে খোরশেদ আলম বলেন, বিনোদন হলো মনের খোরাক। আর গান হলো বিনোদনের একটি অংশ। তাই আমি দর্শকদেরকে বিনোদন দিতে দীর্ঘদিন যাবৎ পাঠ দানের পাশাপাশি গান রচনা ও সুর করে আসছি। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় শিল্পী প্রয়াত আতিফ আহমেদ নিলয়ের স্মৃতি বিজড়িত করতে একটি গান রচনা ও সুর করেছি। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ভবিষ্যতে দর্শকদেরকে এর থেকে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারি এজন্য সকলের দোয়া ও প্রার্থনা কামনা করছি।

আরও খবর

Sponsered content

Powered by