দেশজুড়ে

মাইকিং করে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি, মাছ ব্যবসায়ি আটক

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:২০:৫০ প্রিন্ট সংস্করণ

মাইকিং করে নিষিদ্ধ শাপলাপাতা মাছ বিক্রি, মাছ ব্যবসায়ি আটক

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মাইকিং করে নিষিদ্ধ সামুদ্রিক শাপলাপাতা মাছ বিক্রির অপরাধে মো. রুবেল হাওলাদার নামের এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে বন বিভাগ। রবিবার সকালে উপজেলা সদর রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে থেকে তাকে আটক করা হয়।

এসময় প্রায় ২০ কেজি শাপলাপাতা মাছ জব্দ করেন তারা। আটক রুবেল উপজেলার ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, শাপলাপাতা (স্টিংরে) একটি বিপন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী।

এটি শিকার বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাইকিং করে এই শাপলাপাতা মাছ বিক্রির খবর পেয়ে বনরক্ষীদের একটি দল রায়েন্দা বাজারের প্রশাসন মার্কেটে অভিযান চালিয়ে মাছ বিক্রেতা মো. রুবেল হাওলাদারকে (৩৫) আটক করা হয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বিক্রির জন্য রাখা আনুমানিক ২০ কেজি শাপলাপাতা জব্দ করা হয়। আটককৃত রুবেল উপজেলার ছোটনলবুনিয়া গ্রামের রুস্তুম হাওরাদারের ছেলে। এব্যপারে আটক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত রুবেল হাওলাদার জানান, তিনি জানতেন না যে শাপলাপাতা মাছ বিক্রি নিষিদ্ধ। আমাদের এলাকায় অনেক আগে থেকে ওই মাছ বিক্রি হতো বলে আমি বাগেরহাট মৎস্য আড়ত থেকে পাইকারি দরে কিনে এনেছিলাম।

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল সাংবাদিকদের বলেন, ডলফিন ও শাপলাপাতা হচ্ছে জীববৈচিত্র্যের একটি অংশ। এটি শিকার করা বন বিভাগ আইন ধারা নিষিদ্ধ করেছে। জনগণের মধ্যে তেমন প্রচারণা না থাকায় মাছ হিসেবে উপক‚লীয় এলাকায় প্রায়ই তা বিক্রি হতে দেখা যায়। একারণে এ প্রাণীটি এখন মহাবিপন্ন হয়ে পড়েছে।

আরও খবর

Sponsered content

Powered by