চট্টগ্রাম

মাদ্রাসায় খেলনা সামগ্রী প্রদান করলো বীর বাহাদুর ফাউন্ডেশন

  প্রতিনিধি ১১ আগস্ট ২০২২ , ৪:৫১:২০ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি: বীর বাহাদুর ফাউন্ডেশন এর উদ্যোগে শাহ্ জব্বারিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্রদের মাঝে খেলনা সামগ্রী প্রদান করা হয়েছে।

১০ই আগস্ট বুধবার বিকেল ৫ টায় পার্বত্য মন্ত্রীর নিজ বাস ভবনে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সহধর্মিণী মেহ্লা প্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল খেলনা সামগ্রী মাদ্রাসা ছাত্রদের হাতে তুলে দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর বাহাদুর ফাউন্ডেশন এর সভাপতি খলিলুর রহমান সোহাগ,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বাবলু,শাহ জব্বারীয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার সভাপতি আব্দুল মন্নান,মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক ওমর ফারুক।

এসময় মেহ্লা প্রু মারমা মাদ্রাসা ছাত্রদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকেও মনোযোগী হতে উৎসাহিত করেন।

উল্লেখ্য বীর বাহাদুর ফাউন্ডেশন জেলা সদর সহ বিভিন্ন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে জড়িত।

আরও খবর

Sponsered content

Powered by