ঢাকা

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের টাকা আত্মসাতের অভিযোগে ইমরুল হাসান চৌধুরী গ্রেফতার

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২২ , ৮:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

আশুলিয়া ,খোরশেদ আলম :

দেশের অন্যতম বৃহৎ স্বনামধন্য ইলেকট্রনিক্স কোম্পানি
মিনিস্টার – মাইওয়ান গ্রুপের পণ্য বিক্রয়ের টাকা আত্মসাতের অভিযোগে আশুলিয়া থানা পুলিশ চৌধুরী ইলেকট্রনিক্স এর মালিক ইমরুল হাসান চৌধুরীকে গ্রেফতার করেছে। সে সাভার পৌরসভার বিপিএটিসি এলাকার ভাটপাড়া গ্রামের ইয়াকুব আলী চৌধুরীর ছেলে। তার মায়ের নাম আয়েশা আক্তার।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মিনিষ্টার মাইওয়ান গ্রুপের ডিলার হিসেবে ইমরুল হাসান চৌধুরী ইলেকট্রনিক্স নামের একটি প্রতিষ্ঠানে গ্রুপের উৎপাদিত পণ্য বিক্রয় করত।
চৌধুরী ইলেক্টনিক্স দীর্ঘদিন যাবত মিনিষ্টার গ্রুপের সাথে ব্যবসা করছিল।
সম্প্রতি তারা মিনিষ্টার মাইওয়ান গ্রুপের উৎপাদিত প্রচুর পরিমাণ ইলেক্টনিক্স পন্য উত্তোলন করেন এবং তা বিক্রি করে টাকা কোম্পানিতে জমা না দিয়ে আত্মসাৎ করে। এ প্রেক্ষিতে গ্রুপের অভিযোগের ভিত্তিতে গতকাল আশুলিয়া থানা পুলিশ সন্ধ্যা ৬টায় তাকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, আজ তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে।
এদিকে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাভার পৌরসভার বিপিএটিসি এলাকার ভাটপাড়া গ্রামের ইয়াকুব আলী চৌধুরীর ছেলে ইমরুল হাসান চৌধুরীর বিরুদ্ধে ইতোপূর্বেও বিভিন্ন কৌশলে স্থানীয় অনেকের টাকা আত্মসাতের অভিযোগের গুঞ্জন রয়েছে। তিনি ইমরুল হাসান চৌধুরীরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায়নি। তবে এখন তারাও আইনের আশ্রয় নেবে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by