দেশজুড়ে

রাউজানের উরকিরচর ইউনিয়নে ত্রাণ বিতরন করলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

  প্রতিনিধি ১৬ মে ২০২০ , ৪:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব হতে রক্ষা পেতে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতৃর্ক খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি আজ ১৬ মে শনিবার উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম পি।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনির হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল কান্তি বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ত্রিদীপ কুমার বড়ুয়া, মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, মোহাম্মদ সরওয়ারুল আলম, এস এম জাহাংগীর আলম সুমন,সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান এর আহবায়ক মহিউদ্দিন ইমন, শেখ মফিজুর রহমান, উৎপল মহাজন অরুন, ইউ পি সদঙ, ফাতেমা খাতুন, সৈয়দ নাছির উদ্দীন, মাহবুল আলম, কাউছার আলম, রফিকুল ইসলাম , নুরুল আবছার, মোঃ সেলিম, জানে আলম, অমিত বডুয়া, তাপস বডুয়া, যুবলীগ নেতা শেখ মনিরুল ইসলাম, সাজেদুল করিম, সাইফুদ্দীন সাইফ, আরমান হোসেন,রবিউল হোসেন আরিফ,মোঃ সালাউদ্দীন, নুরুল আজিম জুয়েল, এমরান হোসেন মনির, আব্দুল আজিম মুন্না, আলী হায়দার শাহ, জাহেদুল আলম, আরিফুল ইসলাম, লোকমান আনছারী,আমির পারভেজ, সাইদুল হক, দেলোয়ার হোসেন শুভ, রাজু শাহ, সন্জয় চৌধুরী, মোহাম্মদ আজম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় খাদ্য সংকট যাতে সৃষ্টি না হয় সেজন্য অনাবাদি জমি চাষ করতে সরকারী সবধরনের সহযোগিতা প্রদান করবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ভয়াবহ এ দুর্যোগ মহামারী হতে দেশকে রক্ষা করতে হবে।তিনি সরকার নির্দেশিত সকল বিধি নিষেধ মেনে চলার জন্য জনগনের অনুরোধ জানান। পরে প্রধান অতিথি ১২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন।

আরও খবর

Sponsered content

Powered by