চট্টগ্রাম

রুমায় সড়ক দুর্ঘটনায় ৬ মৃত্যু, আহত অন্তত ১০ জন

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৩ , ৪:৫৫:৫১ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলায়  বগালেক নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে  ট্রাক উল্টে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

নিহতদের মধ্যে ৪ জনের মরদেহ  উদ্ধার করা সম্ভব হয়নি।দুর্ঘটনায় হাসপাতালে নেয়ার পর নুনথারময় বম নামের, থাইক্ষ্যং পাড়ানিবাসী এক মহিলা এবং কুহালং ইউনিয়নের গুংগুরু পাড়ার হ্লাগ্যপ্রু খেয়াং নামের ব্যক্তির মৃত্যু ঘটে।

বগালেক হতে রুমা সদর আসার পথে বগালেকের অতি ঝুঁকিপূর্ণ খাড়া পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু ঘটে।

 নিহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত  জানা যায়নি। ফায়ার সার্ভিসের রুমা উইনিট এবং রুমা থানা পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে রয়েছে। আহতদের মধ্যে ৫-৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। 

দুর্ঘটনার পর আহতদের জরুরী চিকিৎসা সহায়তা প্রদান করছে রুমা সেনা জোনের একটি মেডিকেল টিম। ঘটনার পরপরই হাসপাতালে তাৎক্ষনিক উপস্থিত হয়েছেন রুমা জোন কমান্ডার হাসান শাহরিয়ার ইকবাল পিএসসি। রুমা উপজেলা নির্বাহী অফিসার মামুন শিবুলী সহ প্রশাসনের ব্যাক্তিবর্গ।

আরও খবর

Sponsered content

Powered by