বাংলাদেশ

লালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা

  প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ৬:০৪:০৬ প্রিন্ট সংস্করণ

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্তজা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলি প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩৭টি প্যাভিলিয়নে ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, হাতের মুঠোয় সেবা এই ৪ ক্যাটাগরিতে সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।

 

 

আরও খবর

Sponsered content

Powered by